ঝিনাইদহ জেলা কারাগারে এক হাজতির মৃত্যু

প্রকাশিত: 26/10/2019

ঝিনাইদহ প্রতিনিধিঃ 

ঝিনাইদহ জেলা কারাগারে এক হাজতির মৃত্যু

ঝিনাইদহে জেলা কারাগারে নন্দ কুমার দাস (৪৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে কারা সুত্রে জানা গেছে। শনিবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত নন্দ কুমার দাস  জেলার কালীগঞ্জ উপজেলা কুল্লা পাড়া গ্রামের মৃত গোপাল চন্দ্র দাসের ছেলে। ঝিনাইদহ কারাগারের জেলার নিজাম উদ্দিন জানান, গত ২২ অক্টোবর ডাকাতি মামলায় আদালত নন্দ কুমার দাস কে জেল হাজতে প্রেরণ করে। সকালে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করে। সেখান থেকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসক।

আরও পড়ুন

×