লক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

লক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

‘‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এমন স্লোগানকে ধারণ করে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে ২৬ অক্টোবর শনিবার সকালে লক্ষ্মীপুর জেলা পুলিশ ও কমিউিনিটি পুলিশিং সেল এর যৌথ আয়োজনে সদর মডেল থানার সামনে বেলুন ও পায়রা উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে এর উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পাবলিক লাইব্রেরি এন্ড টাউন হলে আলোচনা সভায় মিলিত হয়।জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক বিমান মন্ত্রী আলহাজ্ব এ কে এম শাহজাহান কামাল।লক্ষ্মীপুর জেলা কমিউনিটি পুলিশিং সেল এর সাধারণ সম্পাদক জাকির হোসন ভূঁইয়া আজাদ এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, পৌরসভার মেয়র আবু তাহের, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাউন উদ্দিন পাঠান, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর জজ কোর্টের প্রাবলিক প্রসিকিউটর (পিপি) এড. আলহাজ্ব জসিম উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া, কমিউনিটি পুলিশিং জেলা শাখার আহ্বায়ক সৈয়দ জিয়াউল হুদা আপলু প্রমুখ।

আরও পড়ুন

×