চীনের পশ্চিমাঞ্চলের সাংঝি প্রদেশের ইয়ানচ্যাং অঞ্চলে তেলখনিতে বিস্ফোরণ

প্রকাশিত: 28/10/2019

নিজস্ব প্রতিবেদন

চীনের পশ্চিমাঞ্চলের সাংঝি প্রদেশের ইয়ানচ্যাং অঞ্চলে তেলখনিতে বিস্ফোরণ

চীনের পশ্চিমাঞ্চলের সাংঝি প্রদেশের ইয়ানচ্যাং অঞ্চলে তেলখনিতে বিস্ফোরণ

চীনের একটি তেলখনিতে পরীক্ষাযন্ত্রবাহী গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের সাংঝি প্রদেশের ইয়ানচ্যাং অঞ্চলে এই ঘটনাটি ঘটে। এতে অন্তত পাঁচ জন বিশেষজ্ঞ নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন আরো পাঁচ জন। এ ছাড়াও এই ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন আরো তিন ব্যক্তি। আজ সোমবার দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, তেলখনিতে পরীক্ষানিরীক্ষা শেষে যখন বিশেষজ্ঞরা ফিরে যাচ্ছিলেন, সে সময় পরীক্ষাযন্ত্রবাহী একটি গাড়ি বিস্ফোরণ হয়। স্থানীয় সময় ছিল রবিবার বিকেল ৭টার দিকে এই ঘটনা ঘটে। এতে ৫ জন নিহত হয় এবং ৫ জন আহত হন। এই ঘটনায় এখানো নিখোঁজ রয়েছেন ৩ জন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া নিখোঁজদের অনুসন্ধানে চলছে অভিযান।এই ঘটনায় দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, কী কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এখনো তা অস্পষ্ট। এরই মধ্যে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছেন।

আরও পড়ুন

×