রামুর কচ্ছপিয়ায় কারেন্ট পোকার আক্রমণে শতশত ফসল জমি নষ্ট।   মাথায় হাত দিয়েছেন কৃষকেরা  ।

রামুর কচ্ছপিয়ায় কারেন্ট পোকার আক্রমণে শতশত ফসল জমি নষ্ট।   মাথায় হাত দিয়েছেন কৃষকেরা  ।

রামুর কচ্ছপিয়ায় কারেন্ট পোকার আক্রমণে শতশত ফসল জমি নষ্ট। মাথায় হাত দিয়েছেন কৃষকেরা । আবু তালেব( সিকদার) কক্সবাজার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শত শত কৃষকেরা ক্ষতিগ্রস্ত।

কারেন্ট পোকা নামের এক ধরনের  পোকার আক্রমণে শত শত একর জমির ফসল নষ্ট হয়ে গেছে, অসহায় কৃষকেরা দূর চিন্তায় দিন কাটাচ্ছেন,  কৃষকের মাথায় হাত দিয়ে জমির মধ্যে তড়িঘিড় করে  কাঁদছেন ।

পরিবার পরিজন নিয়ে,শত আশা ভরসা বিলীন করে দিয়েছে মারাত্মক কারেন্ট পোকা,কি হবে অসহায় কৃষকদের,আজ তারা বড় অসহায়। মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে  আকুল আবেদন

জানিয়েছেন কক্সবাজার জেলার কৃষি কর্মকর্তা সহ যারা উর্দ্ধতন কর্তৃপক্ষ রয়েছে তারা যেন অতি সত্বর ঘটনাস্থল পরিদর্শন করে অসহায় কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করেন।  অসহায় কৃষকদের পাশে আজ কেউ নেই কৃষক আছে বলেই আজ আমাদের দেশ  খাদ্যে ভরপুর সোনার বাংলাদেশ।

আরও পড়ুন

×