প্রকাশিত: 01/11/2019
লক্ষ্মীপুরস্থ কমলনগর উপজেলায় দুইটি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভূক্ত হওয়ায় মেজর (অবঃ) আবদুল মান্নান এমপিকে কমলনগরের সর্বসাধারন গণ সংবর্ধনা দেওয়। ফজুমিয়ার হাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ র্দীঘ ৩২ প্রতিক্ষার অবসান ঘটিয়ে এমপিও ভূক্ত ।
বিদ্যালয় এমপিওভূক্ত হওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে এক দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফজুমিয়ার হাট উচ্চ
বিদ্যালয় এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মানিক। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর রহিমের পরিচালনায় সভায় প্রধান অথিতি রামগতি-কমলনগর সংসদ সদস্য মেজর (অবঃ) আবদুল মান্নান এমপি।
বিশেষ অথিতি হিসেবে বক্তৃতা করেন – কমলনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ কে এম নুরুল আমিন মাষ্টার, ৮নং চর কাদিরা ইউপি চেয়ারম্যান মাও.খালেদ সাইফুল্লাহ, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সফিক উল্লাহ( বাংলানেতা) ,
সাবেক কমলনগর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার মফিজ উল্লাহ, ৮নং চর কাদিরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও অত্র বিদ্যালয়ের গভানিং বডি সদস্য নুরুল ইসলাম, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সহিদ,
কমলনগর উপজেলা কৃষকলীগ সভাপতি ড.হারুনুর রশীদ, জাহাঙ্গীর আলম বিপ্লবসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী , অভিভাবক বৃন্দ। উক্ত অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাজিরহাট ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মাও. যাহিদ হোসাই আল ফারুক।