ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকালে যুব ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে যুব উন্নয়ন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহিদুল ইসলামের সভাপতিত্বে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, খুলনা পরিবেশ অধিদপ্তরের

পরিচালক সাইফুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদী, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশীদ, ডেপুটি কো- অর্ডিনেটর ইকবাল মাহমুদ,

কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার আব্দুল্লাহ আল বাকীসহ অন্যান্যরা। পরে প্রশিক্ষিত ১৪ জন যুবক ও যুবতির মাঝে ৮ লাখ ৯০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
 

আরও পড়ুন

×