“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”  পঞ্চগড় আটোয়ারীতে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালন

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”  পঞ্চগড় আটোয়ারীতে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালন

সমবায়ই শক্তি- সমবায়ই মুক্তি” প্রতিপাদ্য ও “ বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” শীর্ষক বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে ৪৮ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে শনিবার (২ নভেম্বর) জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসুচির শুরুতে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যমে জাতীয় ও সমবায় পতাকা আনুষ্ঠানিক ভাবে উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর হতে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও ব্যান্ড পার্টি নিয়ে বিভিন্ন সমবায়ী শ্লোগান সহ একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে।  র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলার কেন্দ্রিয় সমবায় সমিতির সভাপতি ও আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ খাদেমুল ইসলাম, “ বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” শীর্ষক ও প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে পরামর্শ ও উপদেশমুলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম।  বিআরডিবি নিয়ন্ত্রিত উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, সোভা ব্যবসায়ী সমবায় সমিতি সভাপতি ও সোভা এনজিও’র নির্বাহী পরিচালক আব্দুল মজিদ, মানবকল্যাণ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জয়নুল হক(কহিনুর) প্রমুখ।
 

আরও পড়ুন

×