উপজেলার মণ্ডপগুলোর নিরাপত্তার সর্বাত্মক প্রস্ততি সম্পন্ন করেছে থানা পুলিশ

প্রকাশিত: 20/09/2019

এম.এ. নাইম

উপজেলার মণ্ডপগুলোর নিরাপত্তার সর্বাত্মক প্রস্ততি সম্পন্ন করেছে থানা পুলিশ

বোয়ালখালী প্রতিনিধি: আসন্ন দুর্গা পূজা উপলক্ষে বোয়ালখালী উপজেলার মণ্ডপগুলোর নিরাপত্তার সর্বাত্মক প্রস্ততি সম্পন্ন করেছে থানা পুলিশ। এখানকার প্রতিটি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা বজায় রাখতে পূজা চলাকালীন সময়ে পুলিশ বাহিনীর পেট্রোল টিম সার্বক্ষণিক মাঠে থাকবে। প্রতিটি পূজা মণ্ডপে পুলিশের পাশাপাশি আনসার মোতায়েন থাকবে। একই সাথে ইউনিয়ন ভিত্তিক ভ্রাম্যমাণ পুলিশ টিম সার্বক্ষণিক টহল দেবে। যে কোনো ধরণের মোটর সাইকেলের মহড়া, মাতলামি, ইভটিজিং, ছিনতাই রোধে জিরো টলারেন্স থাকবে পুলিশ। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ পিপিএম তিনি ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে উপজেলার মণ্ডপ প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত বক্তব্য রাখেন। বোয়ালখালী থানা আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি সজল চৌধুরী, পূজা উদযাপন পরিষদ নেতা মিহির বিশ্বাস, অমিত লালা, অধীর দে, পূজা মণ্ডপ প্রতিনিধি কুমকুম দাশ, ডা. সুকুমার নাথ, রতন চৌধুরী, সুবল দাশ, কানু সেন ও রানু মজুমদার প্রমূখ।
শেখ নেয়ামত উল্লাহ আসন্ন শারদীয়া দুর্গা পূজা সুন্দরভাবে উদযাপন করতে সকলের সহযোগিতা কামনা করে বলেন, থানা প্রশাসন সব সময় এলাকাবাসীর পাশে রয়েছে, যে কোনো সমস্যার কথা জানান, পুলিশ আপনাদের তাৎক্ষণিক সেবা দিতে প্রস্তুত। অপরাধ নিয়ন্ত্রণে কাউকে কোনো ধরণের ছাড় দেওয়া হবে না বলে ও জানান তিনি।
উল্লেখ্য, বোয়ালখালীতে এবার ৮৩টি সার্বজনীন মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। আগামী ২৮ সেপ্টেম্বর উপজেলার কড়লডেঙ্গার সন্ন্যাসী পাহাড় চূড়ায় মেধস মুনির আশ্রমে শুভ মহালয়া উদযাপনের মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হবে।

আরও পড়ুন

×