টেকনাফ বাহারছড়ায়  বয়স্ক ও হত-দরিদ্রের মাঝে নগদ অর্থ বিতরণ।       

টেকনাফ বাহারছড়ায়  বয়স্ক ও হত-দরিদ্রের মাঝে নগদ অর্থ বিতরণ।       

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড ওয়ার্ডের মেম্বার হুমায়ুন কাদেরের নেতৃত্বে উখিয়া টেকনাফের সংসদ সদস্য এমপি শাহীন বদি ও  টেকনাফ   উপজেলা চেয়ারম্যান নুরুল আলম এর সহযোগিতায় ,এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশন এর অর্থায়নে বাহারছড়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড এলাকা সহ বিভিন্ন ওয়ার্ডের এলাকার 164 জন লোকজনদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। বিধবা মহিলাদেরকে নগদ 6000 টাকা বয়স্ক মহিলাদের কে 6000 টাকা এবং প্রতিবন্ধীদের কে নগদ আট     হাজার চারশত      টাকা করে প্রদান করা হয়। 5 নভেম্বর 2019 সকাল 9 টা থেকে দুপুর 12 টা পর্যন্ত বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই অর্থ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কর্মকর্তা ও বাহারছড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম ইউপি সদস্য ফরিদুল্লাহ মেম্বার ইউনুস মেম্বার প্রমুখ। উল্লেখ্য টেকনাফ উখিয়া সহ পুরো কক্সবাজার জেলায় রোহিঙ্গা নাগরিকদের কারণে বিশেষ করে টেকনাফ উখিয়া এলাকায় সাধারণ বসবাসরত জনগণের   খুব কষ্টের মাধ্যমে জীবন যাপন করে যাচ্ছে এমনকি থাকা-খাওয়া চলাফেরা করতে হিমশিম খেতে হচ্ছে।এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উখিয়া-টেকনাফ সহ কক্সবাজার জেলার উপজেলার ইউনিয়ন ও গ্রাম সহ প্রতিটি এলাকার সাধারণ জনগণের মাঝে নগদ অর্থ বিতরণ করে যাচ্ছেন। যাতে করে জনগণের জানমালের যেই ক্ষতি হয়েছে অন্তত কিছুটা যেন পূরণ হয় এবং     তারা যেন স্বাবলম্বী হতে পারে।

আরও পড়ুন

×