বন্দুক হামলায় ১৫ জন স্বেচ্ছাসেবক কর্মকর্তা নিহত

প্রকাশিত: 06/11/2019

নিজস্ব প্রতিবেদন

বন্দুক হামলায় ১৫ জন স্বেচ্ছাসেবক কর্মকর্তা নিহত

বন্দুক হামলায় ১৫ জন স্বেচ্ছাসেবক কর্মকর্তা নিহত
 
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের ইয়ালা প্রদেশের একটি নিরাপত্তা চৌকিতে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের 'বন্দুক হামলায়' অন্তত ১৫ জন স্বেচ্ছাসেবক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত হামলাকারীরা এই হামলা চালায় বলে জানিয়েছেন থাইল্যান্ড পুলিশ। 

সন্দেহভাজন মুসলিম বিদ্রোহীরা এই হামলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। হামালায় ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়।  পরবর্তীতে হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু হয়। দেশটির কর্তৃপক্ষ এই হামলাকে এই বছরের সবচেয়ে বড় বন্দুক হামলা বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুন

×