প্রকাশিত: 20/09/2019
সম্প্রতি ঝিনাইদহ পৌরসভা কর্তৃক অত্যাধুনিক বহুতল ভবন মার্কেট নির্মানে বিভিন্ন প্রচার মাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু। শুক্রবার বেলা সাড়ে ১০ টায় ঝিনাইদহ পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর মেয়র বলেন, অত্যাধুনিক মার্কেট নির্মানের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। তারা মিথ্যা তথ্য দিয়ে প্রচার মাধ্যমে নেতিবাচক সংবাদ ছড়াচ্ছে। প্রকৃত পক্ষে যেখানে মার্কেট নির্মান করা হচ্ছে, সেখানে কখনো পার্ক ছিলো না। মেয়র আরো বলেন, আমার ভুলত্রুটি হলে সেটি ধরিয়ে দেবেন এবং আমার সাথে আপনারা কথা বলে সংবাদ পরিবেশন করবেন। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু সহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক সংবাদ মাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর সহ বিভিন্ন পর্যায়ের পৌর কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।বিস্তারিত পত্রিকার পাতায় ।