জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হবে ২০২০ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  (আইপিএল)

প্রকাশিত: 06/11/2019

নিজস্ব প্রতিবেদন

জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হবে ২০২০ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  (আইপিএল)


জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হবে ২০২০ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  (আইপিএল)

 

খরচ কমানোর জন্যই আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান ছেঁটে ফেলতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সোমবার মুম্বাইয়ে এ বিষয়ে বৈঠকে বসে আইপিএল গভর্নিং কাউন্সিল। সেখানেই সিদ্ধান্ত হয়, জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হবে আগামী আসর।

উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে প্রায় ৩০ কোটি টাকার মতো খরচ হয় বোর্ডের। পুরোটাই অপচয় বলে মনে করেন বোর্ড-কর্তারা। এক বোর্ড কর্মকর্তা জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠান অর্থের অপচয় ছাড়া আর কিছু নয়।

ক্রিকেট যারা পছন্দ করেন, তারা উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে আগ্রহী নন। আর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে খরচ হয় প্রচুর। মূলত সে কারণেই গভর্নিং কাউন্সিলের বৈঠকে আসন্ন আইপিএল থেকে উদ্বোধনী অনুষ্ঠান তুলে দিতে সর্বসম্মতভাবে রাজি হন কর্মকর্তারা।

আরও পড়ুন

×