প্রকাশিত: 06/11/2019
কিশোরগঞ্জে ফায়ার সার্ভিসের সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ২০১৯
নীলফামারী জেলা কিশোরগঞ্জ উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে এক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। আজ বুধবার (৬ নভেম্বর) সকালে ‘ সচেতনতা,প্রস্তুতি ও প্রশিক্ষণ,দুর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায়’ এ প্রতিপাদ্যে ফায়ার সার্ভিস কার্যালয়ে ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) রেদওয়ানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,কিশোরগঞ্জ
উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি এম হারুন অর রশীদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মোজাম্মেল হোসেন, মিজানুর রহমানসহ ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।