প্রকাশিত: 08/11/2019
নীলফামারী জেলা ডিমলা উপজেলায় শাখার শার্প এনজি’ও ম্যানেজার খালেদুর রহমান (২৮) এর বিরুদ্ধে সৈয়দপুর প্রধান কার্যালয়ের ঋণ সমন্বয়কারী মোঃ ফিরোজ আহম্মেদ গত ২৪/১০/২০১৯ খ্রিঃ তারিখে বাদী হয়ে নীলফামারী জেলা ডিমলা থানায় একটি মামলা দায়ের করেন, যাহার নং-১৯।
অফিস সূত্রে জানা যায় খালেদুর রহমান গত ০১/১০/২০১৯ ইং হইতে ১৬/১০/২০১৯ পর্যন্ত পর্যাক্রমে রূপালী ব্যাংক, ডিমলা শাখা হইতে ৩১,৫০,২৮২/- টাকা উত্তোলন করে আত্মগোপন করে। খালেদুর রহমান দিনাজপুর জেলাধীন চিরিবন্দর উপজেলার ফজলার রহমানের পুত্র। সে দীর্ঘদিন যাবত শার্প ডিমলা অফিসে ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করে আসিতে থাকাস্থায় অসৎ উদ্দেশ্যে ব্যাংক হইতে টাকা উত্তোলন করে পালিয়ে যায়। ডিমলা থানার এস.আই মাহাবুব রহমান গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট উপজেলা তার মামা শ্বশুড়ের বাড়ী হইতে গত ৫ নভেম্বর সন্ধ্যায় আটক করে ডিমলা থানায় নিয়ে আসে। এ প্রসঙ্গে ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলায় থাকায় গতকাল প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আজ বিকালে নীলফামারী জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।