বিশ্বনাথে ফায়ার ষ্টেশনের কাজ শুরু : খুশি উপজেলাবাসী 

প্রকাশিত: 11/11/2019

বিশ্বনাথ প্রতিনিধি

বিশ্বনাথে ফায়ার ষ্টেশনের কাজ শুরু : খুশি উপজেলাবাসী 

দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে প্রবাসী অধ্যূষিত বিশ্বনাথবাসীর। ৩৩ শতক জায়গার ওপর ফায়ার ষ্টেশন ও ফায়ার ব্রিগেডের কাজ আজ ১০ নভেম্বর রবিবার থেকে শুরু করেছে টিকাদারী প্রতিষ্ঠান ইউনুছ এন্ড বাদার্স। বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়ক সংলগ্ন আহমদাবাদ মৌজার পূর্ব মন্ডলকাপনে ফায়ার ষ্টেশন ও ফায়ার ব্রিগেডের নির্মাণ কাজ শুরু করা হয়েছে। প্রায় ২কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ফায়ার ষ্টেশন ও ফায়ার ব্রিগেডের কাজ। ফায়ার ষ্টেশন ও ফায়ার ব্রিগেডের কাজ শুরু করায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে সোস্যাল মিডিয়া ফেসবুকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন অনেকেই। বিশ্বনাথে ফায়ার ষ্টেশন ও ফায়ার ব্রিগেডের কাজ শুরু করায় খুশি গোঠা উপজেলাবাসী। উপজেলাবাসীর প্রাণের দাবী বাস্তবায়ন হওয়ায় সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে অভিনন্দন জানিয়ে অনেকেই বলেছেন, বিশ্বনাথবাসীর জন্য ফায়ার ষ্টেশন ও ফায়ার ব্রিগেড খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। গুরুত্বপূর্ণ অই কাজটি করায় উপকৃত হবে গোঠা উপজেলাবাসী। এ ব্যাপারে বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম-আহবায়ক জয়নাল আবেদীন বলেন, বিশ্বনাথবাসীর বহুদিনের কাঙ্খিত স্বপ্ন বাস্তবায়ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। এ ব্যাপারে ইউনূছ এন্ড বার্দাসের পরিচালক মঞ্জুর ইসলাম উজ্জল বলেন, আমরা এই সপ্তাহের মধ্যে ফায়ার ষ্টেশন ও ফায়ার ব্রিগেডের এর কাজ শুরু করব। আজ (রবিবার) আমরা সার্ভে করেছি। কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেন, উন্নয়নের জন্য আমি গুরুত্ব দিয়ে কাজ করেছি। বিশেষ করে ফায়ার ষ্টেশন ও ফায়ার ব্রিগেড নির্মাণে যারা আমাকে উৎসাহ-উদ্দিপনা দিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞা জানাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীর প্রতি।

আরও পড়ুন

×