লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ আরিফ ডাকাত নিহত

লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ আরিফ ডাকাত নিহত

লক্ষ্মীপুরে দুই ডাকাতদলের মধ্যে গুলিবিনিময়কালে আরিফ হোসেন (২৮) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ২ জন পুলিশ সদস্য ।শনিবার (২১ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার শাকচর গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ শাকচর গ্রামের আমির হোসেনের ছেলে।পুলিশ জানায়, আজভোরে উপজেলার শাকচর এলাকায় দু’দল ডাকাতের মধ্যে গুলিবিনিময়ের শব্দ শুনে টহলরত পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা গুলি ছোড়ে।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা ৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত আরিফকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন আহতরা হলেন –সদর মডেল থানাপুলিশের উপ-পরিদর্শক(এস আই) মোতাহের হোসেন ও কনেষ্টেবল সোহেল রানা। তাদেরকে সদর হাসপাতালে ভর্তিকরা হয়েছে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান , নিহত ডাকাত আরিফের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি
এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

×