প্রকাশিত: 21/09/2019
বাঙালির ইতিহাসের শিকড়ের সন্ধান করলে পাওয়া যাবে। বৌদ্ধরা ঐ শিকড়ের সন্ধানের পথপ্রদর্শক। বৌদ্ধরা যদি দেশ ছেড়ে চলে যাই বাঙালীর ইতিহাস শিখা যাবে না। ২০শে সেপ্টেম্বর শুক্রবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিক ধর্মীয় বৃত্তি প্রদান উপলক্ষে গুণীজন সংবর্ধনা, প্রবারণা উৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন চট্টগ্রাম ০৮ আসনের সাংসদ মঈনউদ্দীন খান বাদল।
এতে অধীর বড়ুয়া’র সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পান্নালাল বড়ুয়া, প্রধান বক্তা প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া, বিশেষ অতিথি পৌর মেয়র আবুল কালাম আবু, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, বোয়ালখালী প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, বিকাশ কুমার চৌধুরী, মিলন বড়ুয়া,বিদর্শনাচার্য্য ভদন্ত শাসনপ্রিয় মহাস্থবির, শ্রীমৎ শুভানন্দ স্থবির, উৎপল বড়ুয়া, বাবুল বড়ুয়া, ডাঃ কাজল কান্তি বড়ুয়া, দুলাল কান্তি বড়ুয়া, পল্টু কান্তি বড়ুয়া ঝিনুতোষ সহ আরো অনেকে।
এছাড়াও অঞ্চল কুমার তালুকদার, পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ উৎপল বড়ুয়া,ও শ্রীমতি মানু বড়ুয়া সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরিশেষে অতিথিরা বৃত্তি প্রাপ্তদের হাতে পুরষ্কার তুলে দেন।