আজও খুলনা থেকে দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। 

প্রকাশিত: 21/11/2019

নিজস্ব প্রতিবেদন

আজও খুলনা থেকে দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। 

আজও খুলনা থেকে দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। 


বৃহস্পতিবার সকালেও নগরীর সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে কোনো বাস ছাড়েনি। এর ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।  খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মোহাম্মদ নূরুল ইসলাম বেবি জানান ,

সাধারণ বাস চালকরা নতুন সড়ক পরিবহন আইনের ভয়ে বাস নিয়ে রাস্তায় নামতে রাজি নয়। আর সে কারণে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চাপ বেড়েছে ট্রেনগুলোতে। কিন্তু ট্রেনের টিকিট না পেয়েও কেউ কেউ হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

এদিকে খুলনার খালিশপুরে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখেছে ট্যাংক লরি চালকরা। গত বুধবার থেকে এ অবস্থা চলার কারণে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।

গত ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ১৭ দিন প্রচার প্রচারণার পর সোমবার থেকে আইনটি প্রয়োগ শুরু করে পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা (বিআরটিএ)। 

এরপর থেকেই দেশের বিভিন্ন জেলায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকেরা। বুধবার মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার করে নেন তারা। কিন্তু এরপরেও খুলনাসহ বিভিন্ন জেলায় ধর্মঘাট চলছে।

আরও পড়ুন

×