যশোরে পরিবহন ধর্মঘট কিছুটা স্বাভাবিক 

প্রকাশিত: 21/11/2019

নিজস্ব প্রতিবেদন

যশোরে পরিবহন ধর্মঘট কিছুটা স্বাভাবিক 


যশোরে পরিবহন ধর্মঘট কিছুটা স্বাভাবিক 


যশোরে পরিবহন শ্রমিকদের ধর্মঘট কিছুটা স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে । আজ (বৃহস্পতিবার) সকালে সড়ক ও মহাসড়কে পণ্যবাহী ট্রাক চলাচল শুরু করেছে। দু-একটি যাত্রীবাহী বাসও চলাচল করতে দেখা যাচ্ছে ।

আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় যশোর শহরের খাজুরা বাসস্ট্যান্ডে দেখা যায়, একটি বাস যশোর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে। যাত্রীরা ওই বাসে ওঠার চেষ্টা করছেন।

শ্রমিকরা বলেন, ‘বেলা ১১টা থেকে বাস চলাচল করার কথা। আমরা একটু আগেই ছেড়ে দিয়েছি।’ যশোর-খুলনা জাতীয় মহাসড়কসহ অন্যান্য সড়কে বাস চলাচল করতে দেখা যায়নি। তবে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল করছে।
 

আরও পড়ুন

×