প্রকাশিত: 24/11/2019
‘এন্টিবায়োটিকের সফলতার, আপনি-আমি অংশীদার’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল রবিবার দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা দিবস পালন করা হয়েছে।
এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স কন্টেইমেন্ট, ভাইরাল হেপাটাইটিস ও ডাইরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচী রোগ বিভাগ, সিডিসি স্বাস্থ্য অধিদপ্তর মহাখালি ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে সকালে এক বর্ণাঢ্য শোভযাত্রা পৌর শহরে বের করা হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুরুল ইসলাম। এতে বক্তব্য রাখেন উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার গুপ্ত প্রমুখ। এতে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, ওষুধ ব্যবসায়ীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।