বিশ্বনাথে সাময়িক বরখাস্ত হলেন ইউপি সদস্য

প্রকাশিত: 28/11/2019

মিজানুর রহমান মিজান

বিশ্বনাথে সাময়িক বরখাস্ত হলেন ইউপি সদস্য

বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আলতাব আলীকে চেক ডিজওনার মামলায় সাঁজাপ্রাপ্ত আসামি হওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে । গত ৪ নভেম্বর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে জানা যায়, আলতাব আলীর বিরুদ্ধে একটি মামলার সাঁজা থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আলতাব আলী মেম্বারকে সাময়িক বরখাস্ত বিষয়টি আজ বৃহস্পতিবার নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার বর্নালী পাল। জানা গেছে, সিলেটের চীফ মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে সিলেট জেলার কোম্পানীগঞ্জ লামাগ্রাম গ্রামের মৃত জহুর আলীর ছেলে আকবর আলী বাদী হয়ে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের লালটেক গ্রামের মৃত বাবরু মিয়ার ছেলে ও অলংকারি ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার আলতাব আলীকে অভিযুক্ত করে চেক ডিজওনার মামলা দায়ের করেন। এমামলায় কিছু দিন আলতাব আলীকে কারাবরণ করতে হয়েছে। চেক ডিজওনার ওই মামলায় চলিত বছরের ১৬ সেপ্টেম্বর সিলেটের যুগ্ম-মহানগর দায়রা জজ ২য় আদালত আলতাব আলী মেম্বারকে দোষী সাব্যস্ত করে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড ও চেকে উল্লেখিত টাকার সমপরিমাণ (২ লাখ ৮০ হাজার) টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।
 
 

আরও পড়ুন

×