প্রকাশিত: 29/11/2019
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের তিতার পাড়া গ্রামের ১০৮ বছরের বৃদ্ধা মহিলা গুলবাহার বেগম আজ সময়ের কাছে অসহায়।তাহার নিজের নামীয়,
তার মাথা মরহুমা আয়েশা বেগমের নামীয়,তার স্বামী মরহুম মোজাফফর আহমদের নামীয় সিএস, আর এস,এম আর আর,বিএস রেকর্ডীয় খতিয়ান বা মাদার খতিয়ান সবকিছু থাকলেও বিদ্ধা
গোলবাহার জমি ভোগ করতে পারছেন না,অত্র এলাকার মিয়াজির পাড়ার ডাকবাংলোর পার্শ্ববর্তী কিছু পরধন লুভী ভূমিদস্যু সন্ত্রাসী লোকেরা সিন্ডিকেট তৈরি করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া গুলবাহার
বেগমের পরিবারের উপর মিথ্যা মামলা হামলা দিনের পর দিন অন্যায় অত্যাচার নিপীড়ন করেই চলছে,১০৮ বছরের বৃদ্ধা গোলবাহার বেগম এর আকুল আবেদন কক্সবাজার জেলার প্রশাসন এবং রাজনীতিবিদ সহ সচেতন মহলের কাছে দাবী
ভূমিদস্যু সন্ত্রাসী পরধন লোভীদের নির্যাতন-নিপীড়ন এর হাত থেকে রক্ষা পেথে সর্বোচ্চ সাহায্য প্রার্থনা ও নিরাপত্তা চেয়েছন।আসুন আমরা ভূমিদস্যু সন্ত্রাসী পরধন লোভী বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই,
গণআন্দোলন গড়ে তুলি,অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়াই,(বি এস মাদার খতিয়ান ১১৫৮ কচ্ছপিয়া মৌজা)