রানীশংকৈলে ত্রি বার্ষিক সম্মেলনে আ'লীগের সভাপতি সইদুল ও সম্পাদক তাজউদ্দীন 

প্রকাশিত: 30/11/2019

সফিকুল ইসলাম শিল্পী

রানীশংকৈলে ত্রি বার্ষিক সম্মেলনে আ'লীগের সভাপতি সইদুল ও সম্পাদক তাজউদ্দীন 

রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনে সভাপতি পদে সইদুল হক ও সাধারণ সম্পাদক পদে তাজউদ্দীন গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত  হয়েছেন। জানা গেছে সভাপতি পদে বিনা প্রতিদন্দিতায় সইদুল হককে বিজয়ী ঘোষনা করা হয়।

৩০ নভেম্বর শনিবার বিকালে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে  ভোটের মাধ্যমে কমিটির ঘোষণা দেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এড. তোজামেমল হোসেন মুন্জু। অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের  প্রেসিডিয়াম সদস্য এমপি রমেশ চন্দ্র সেন। প্রধান বক্তা মু.সাদেক কুরাইশী, বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এমপি সেলিনা জাহান লিটা, ঠাকুরগাঁও জেলা ও  উপজেলা আ'লীগের নেতৃবৃন্দ। 

প্রেসিডিয়াম সদস্য -এমপি রমেশ চন্দ্র সেন বলেন, 'আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন করলাম। তবে আপনারা মনে রাখবেন কমিটিতে যেন ভূমিদস্যু,অর্থলোভী এবং মাদকসেবীরা স্থান না পায়'।

আরও পড়ুন

×