প্রকাশিত: 01/12/2019
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৫ জনকে আটক করেছে বিজিব। রোববার সকাল ৭টার দিকে বিজিবির একটি বিশেষ টহল দল ব ভৈরবা মোড় হাজী টিলা নামক ¯’ান থেকে ৫ পুরুষ অনুপ্রেবশেকারীকে আটক করে। আটককৃতরা অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিলো। জিজ্ঞাসাবাদে তারা জানায়, কাজের জন্য তারা ২/৩ মাস আগে বিনা পাসপোর্টে ভারতে গিয়েছিলো। আটককৃত ০৫ জনের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় মহেশপুর থানায় মামলা হয়েছে। মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক কামরুল হাসান রোববার দুপুরে এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান।