প্রকাশিত: 02/12/2019
সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে অশ্লীল ভাষায় বক্তব্য দেয়ার প্রতিবাদে প্রতিবাদ সভা ও রালী অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নের বিগত ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের বিদ্রোহী প্রার্থী কর্তৃক অশ্লীল ভাষায় বক্তব্য দেয়ার প্রতিবাদে প্রতিবাদ সভা ও রালী অনুষ্ঠিত হয়েছে। যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশ এ প্রতিবাদ সভা ও রালীর আয়োজন করে।
সোমবার বিকেলে যাত্রাপুরহাটে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যাত্রাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন অাওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি অাব্দুল গফুর বলেন, অামি রাজাকারের ছেলে নই। অামাকে রাজাকারের ছেলে হিসেবে অভিহিত করে অপমান করা হচ্ছে।
অামি মিথ্যা অপবাদের তীব্র নিন্দা জানাই। আমি বঙ্গবন্ধুর আর্দশ রাজনীতির করি। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার রাজনীতি করি। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি তিনি যেন এবিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করেন।