ডিমলায় ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত

ডিমলায় ওয়াজ মাহফিল ও হালকায়ে  জিকির অনুষ্ঠিত

নীলফামারীর ডিমলায় দরবারে গাউছিয়া খানকায়ে আনছারীয়া দরবার শরিফ এর ৭-তম বাৎসরিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার (১-ডিসেম্বর) বাদ আছর থেকে মধ্য রাত পর্যন্ত উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দর খাতায় ‘আফতাব উদ্দিন সরকার বিদ্যা নিকেতন’ মাঠে উক্ত মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়।

দরবারে গাউছিয়া খানকায়ে আনছারীয়া দরবার শরিফ এর খাদেম শফিউল আলমের আয়োজনে দক্ষিণ সুন্দরখাতা এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় চলমান মাহফিলে সভাপতিত্ব করেন বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া।

এতে প্রধান মেহমান হিসেবে তাশরিফ ও আখেরী মোনাজাত পরিচালনা করেন কুচবিহার হলদিবাড়ী গদ্দীন শিন পীর সাহেব আলহাজ্ব হযরত আল্লামা সৈয়দ খন্দকার শাহ সুফী সেরাজুস ছালেকীন (হুজুর)।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় মুফাসসির পরিষদের ফতোয়া বিষয়ক সম্পাদক (কুড়িগ্রাম) মোফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আব্দুল আজিজ আকন্দ (যুক্তিবাদী)।

তাফসির পেশ করেন হুজুর কেবলার সফর সঙ্গী পেশ ইমাম নীলফামারী জামে মসজিদ আলহাজ্ব হযরত আল্লামা সৈয়দ খন্দকার শাহ সুফী আশরাফুল হক (নূরী)। উত্তর বঙ্গের উদিওমান তরুন বক্তা হিসেবে বক্তব্য রাখেন,

হাফেজ ক্বারী শাহ জামাল হুসাইন সাহেব। উদ্বোধনী বক্তব্য রাখেন অত্র দরবার শরীফের ইমাম মাওলানা মনোহর বাদশা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জাতীয় শ্রমিকলীগের উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম,

উপজেলা মটর শ্রমিক ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান খান লোহানী (হাবলু)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত দরবার শরীফের সদস্য শাহার আলী, আব্দস সালাম, আব্দুর রহিম, আবু বক্কর সিদ্দিক,

রফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা ইসলাম ও আখেরী নবী (সাঃ) এর জবনী নিয়ে আলোচনা করেন,

উল্লেখ্য:পর্দার আরালে স্যাটেলাইটের মাধ্যমে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠানে এলাকার শতশত মহিলারা এসে অংশগ্রহণ করে সন্তষ প্রকাশ করেছেন।

আরও পড়ুন

×