প্রকাশিত: 03/12/2019
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের মুক্তারপাড়া গ্রামে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্ব) মুক্তারপাড়া গ্রামের বিউটি বেগমের বাড়ির উঠানে এলাকার প্রায় শতাধিক নারীকে নিয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো: শাহাজাহান আলী, সহকারী তথ্য অফিসার এইচএম শাহাজাহান মিয়া, সাংবাদিক বাদশাহ্ সৈকত ও বেসরকারী নারী অধিকার উন্নয়ন সংস্থার ফ্যাসিলেটর গোলাম মোস্তফা প্রমুখ।
বক্তারা গ্রামের নারীদের অধিকার আদায়ের বিভিন্ন সেবার বিষয়ে ও শিশুর উন্নয়ন ও সুরক্ষার বিষয়ে আলোচনা করেন।