প্রকাশিত: 03/12/2019
লক্ষ্মীপুরের কমলনগরস্থ চর জাঙ্গালিয়া কে হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় বার বার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে নির্বাচিত হয় এবং এবছর সহকারী শিক্ষিকা মেরিনা আক্তার শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক নির্বাচিত হন ।
১৯১৩ সালে বিদ্যালয়টি চর লরেঞ্চ বাজারে প্রতিষ্ঠিত হয় ,প্রতিষ্ঠার পর থেকে এত ভাল ফলাফল করতে পারে নাই । বর্তমান প্রধান শিক্ষক আর এম সেলিম ২০০৯ সালে প্রধান শিক্ষক হিসাবে যোগ দানের
পর বিদ্যালয়ের লেখা- পড়া থেকে শুরুকরে সব কিছুর পরিবর্তন করেন। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৫৩২ । আগামী দিনের উজ্জল ভবিষৎ গড়ে তোলার প্রত্যয় নিয়ে অভিজ্ঞতা সম্পর্ন সু-যোগ্য
শিক্ষকমন্ডলীর সমন্বয়ে মাল্টিমিডিয়া শ্রেণি কার্যক্রম সহ অত্যন্ত আন্তরিক ও সহনশীলতা দিয়ে পাঠদান পরিচালিত হয় এ বিদ্যালয় । বিদ্যালয় টি সুসজ্জিত ফুল ও ফলের বাগানে চমৎকার দৃশ্যাবলী, সুসজ্জিত শ্রেনি কক্ষ।
শিক্ষার্থীদের সৃজনশীল কারুকাজে বিদ্যালযটি সাজানো। ২০১৪ সালথেকে বিদ্যালয়টিতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৫ থেকে বৃদ্ধিপেয়ে ২০১৭ সালে এ সংখ্যা দাড়ায় ২১ এবং ২০১৮ সালে ১৮জন ।
বর্তমান ২০১৯ সালে ২৫ জন পাবে বলে প্রধান শিক্ষক আশাবাদী । ২০১৩ সালথেকে টেলেনপুল বৃত্তির সংখ্যা ০৬ থেকে বৃদ্ধি পেয়ে২০১৭ সালে ১২জন এবং ২০১৮ সালে ৬ জন। মোটি শিক্ষক সংখ্যা মহিলা সহ ১১ জন।
ডে-নাইট নিউজের জেলা প্রতিনিধি নাসির মাহমুদের সাথে আলাপ চারিতায় প্রধান শিক্ষক বলেন শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত ।
আর দ্রুত পরির্বতনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত জনশক্তি। এলক্ষ্যকে বাস্তবায়নের জন্য আমি শিক্ষার্থীর সৃজনশীল প্রতিভার
বিকাশ সাধনের গুরুত্ব দিচ্ছি এবং ডিজিটাল বাংলাদেশের রূপকল্প-২০২১ এর লক্ষ্য বাস্তবায়নে শিক্ষার্থীদের সক্ষম করে তোলার চেষ্টা করেযাচ্চি।