ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়। এ উপলক্ষে ৩ ডিসেম্বর মঙ্গল মুক্তিযোদ্ধা সংসদ, উদিচী ও ষড়জ শিল্পগোষ্ঠীর আয়োজনে এ দিন বিকালে
র্যালি শেষে মডেল স্কুল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৭১'র সাধারণ সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ইমরান আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক আশিরউদ্দির।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, সাবেক এমপি সেলিনা জাহান লিটা, উপজেলা আ'লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ,
অধ্যক্ষ তাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগমসহ মুক্তিযোদ্ধাগণ। আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হবিবর রহমান, বিদেশী চন্দ্র রায়, রিয়াজুল ইসলাম ও প্রভাষক প্রশান্ত বসাক প্রমুখ।
পরে ৭১'র সংগ্রাম পরিষদ সভাপতি শহীদ নফিজউদ্দিন, সহ সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত আলী আকবর এমপি, সদস্য প্রয়াত আ'লীগ নেতা মিজানুর রহমান , সদস্য শিশির কুমার বসাক, ও সদস্য প্রয়াত নজরুল ইসলাম (নজু চেয়ারম্যান) এদের পরিবারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।