আলমশাহ পাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসার আজীবন দাতা সদস্য হলেন রাঙ্গুনিয়ার মীর লোকমান হাকীম

আলমশাহ পাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসার আজীবন দাতা সদস্য হলেন রাঙ্গুনিয়ার মীর লোকমান হাকীম

আলমশাহ পাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসার আজীবন দাতা সদস্য হলেন রাঙ্গুনিয়ার মীর লোকমান হাকীম

দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসার আজীবন দাতা সদস্য নির্বাচিত হলেন মীর লোকমান হাকীম(৩৮)। তিনি উপজেলার লালানগর ইউনিয়নের মৃত মীর সিদ্দিক আহমদের পুত্র।

গত শনিবার (৩০ নভেম্বর) দুপুরে মাদ্রাসা পরিচালনা কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে আনুষ্ঠানিক ভাবে তাকে এই চিঠি(০০৩৪/১৯) হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন ফারুক, আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব জসিম উদ্দিন তালুকদার, আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসা পরিচালনা পরিষদের সাবেক সহ সভাপতি আলহাজ্ব সিরাজুল মোস্তফা চৌধুরী, আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসার অধ্যক্ষ মীর মো. জাহাঙ্গীর প্রমুখ।

আরও পড়ুন

×