প্রকাশিত: 14/09/2019
বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথসভা শনিবার বিকেলে দলীর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও জেলার সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক আ ন ম শফিকুল হক স্মরণে ২০ সেপ্টেম্বর (শুক্রবার) বাদ মাগরিব আল-হেরা শপিং সিটিস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ের সম্মুখে শোকসভা আয়োজন করাসহ নানাবিধ সিদ্ধান্ত গ্রহন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, হাজী ইরন মিয়া, সমছু মিয়া, সেলিম আহমদ সেলিম, হাজী মোঃ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, শাহ ফয়েজ আহমদ সেবুল, মখদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, আবদুল আজিজ সুমন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, প্রচার সম্পাদক নিখিল পাল, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে। বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে বক্তব্য রাখেন সদরের সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান, লামাকাজীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরবিন্দু পাল, খাজাঞ্চীর সভাপতি আবদুন নূর মেম্বার, অলংকারীর ভারপ্রাপ্ত সভাপতি হাজী হিরা মিয়া, সাধারণ সম্পাদক তফজ্জুল আলী, রামপাশার সভাপতি নজরুল ইসলাম, দৌলতপুরের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব, সাধারণ সম্পাদক আবদুল আজিজ, দশঘরের সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সহ সভাপতি সাহাব উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক নুরুল হক মেম্বার, সহ প্রচার সম্পাদক ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য শেখ নূর মিয়া, আফরোজ বক্স খোকন, মানিক মিয়া, রিয়াজুল হক, আকবর আলী, আনোয়ার আলী, মিজানুর রহমান, ফজর আলী মেম্বার, রফিক হাসান মেম্বার, নিজাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা আনা মিয়া, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, সিজিল মিয়া প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।