প্রকাশিত: 04/12/2019
ফুলবাড়ীতে বিশিষ্ট শিল্পপতি রুহুল আমিনের উদ্যোগে
৩৪০জন বীর মুক্তিযোদ্ধার মাঝে ব্যাগ উপহার
দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বুধবার আমিন অটো রাইস ইন্ডাস্ট্রিজের সত্ত্বাধিকারী বিশিষ্ট শিল্পপতি মো. রুহুল আমিনের উদ্যোগে উপজেলার ৩৪০জন বীর মুক্তিযোদ্ধাকে ব্যাগ উপহার দেওয়া হয়েছে।
বেলা ১২টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে আয়োজিত ফুলবাড়ী মুক্ত দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ব্যাগ তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট নির্বাহী কমিটির ট্রাস্টি সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুস সালাম চৌধুরী, ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ, আমিন অটো রাইস ইন্ডাস্ট্রিজের সত্ত্বাধিকারী বিশিষ্ট শিল্পপতি মো. রুহুল আমিন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. এছার উদ্দিন প্রমুখ।
এতে উপজেলার ৩৪০জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্ত্রী ও সন্তানদের হাতে ব্যাগ তুলে দেওয়া হয়। #