শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচলে অচলাবস্থা

শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচলে অচলাবস্থা

নাব্যতা সংকট ও তীব্র স্রোতে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচলে অচলাবস্থা, ২ টি স্পীডবোটের সংর্ঘষে আহত-৫

নাব্যতা সংকট ও তীব্র স্রোতে  শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ৫ ঘন্টা ফেরি চলাচল বন্ধের পর রবিবার সকাল ১০ টা থেকে সীমিত আকাওে ফেরি চলাচল  শুরু হয়েছে।  উভয় পাড়ে যানবাহনের দীর্ঘ  সাড়ি রয়েছে। এদিকে যাত্রীদের চাপে রুটটিতে ২ টি স্পীডবোটের সংর্ঘষে ৫ যাত্রী আহত হয়েছে।


বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউট্এিসহ একাধিক সুত্রে জানা যায়, তীব্র স্রোতে  শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের লৌহজং টার্নিং এ  নাব্যতা সংকট  প্রকট আকার ধারন করলে রবিবার ভোররাত থেকে ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। সকাল ১০ টার দিক সীমিত আকারে কয়েকটি ফেরি চলাচল শুরু হয়। তবে ফেরিগুলো ধারনক্ষমতার চেয়ে কম যানবাহন নিয়ে কোনরকমে চলছে। ফলে উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ সাড়ি পড়েছে। অপরদিকে সকাল ৯টার দিক একই চ্যানেলে মুখোমুখি সংর্ঘষে ৪২ জন যাত্রী নিয়ে  ২টি স্পীডবোট ডুবির ঘটনা ঘটে। এতে ৫ যাত্রী আহত হয়্ । তবে নিখোজের কোন খবর পাওয়া যায়নি। ২৪ জন যাত্রী নিয়ে কাঠালবাড়ি ঘাট থেকে আনোয়ার ফকির ও ১৮ জন যাত্রী নিয়ে কাউসার হোসেন শিমুলিয়া থেকে ছেড়ে এসে দূর্ঘটনাকবলিত হয়। শিবচর থানার পরিদর্শক(তদন্ত) আনোয়ার হোসেন, পরিদর্শক(অপারেশন) আমির হোসেনসহ থানা ও নৌ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


পরিদর্শক(অপারেশন) আমির হোসেন জানান, দূর্ঘটনাকবলিত কয়েকজন যাত্রীর সাথে কথা হয়েছে। নিখোজ বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি । আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন

×