ফুলবাড়ীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

ফুলবাড়ীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

ফুলবাড়ীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত


‘অভিগম্য আগামীর পথ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথকভাবে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে।

সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এবং বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি ও লেপ্রোসি’র সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে পৃথক পৃথক ব্যানারে বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরশহরে বের করা হয়।

শোভাযাত্রায় এসোসিয়েশন ফর দ্যা ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট (এডিডি), হাই কেয়ার স্কুল, কাজীহাল অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, দৌলতপুর অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, বেসিক অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় ও দলদলিয়া অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় স-স ব্যানারে অংশ নেয়।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী’র সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা মো. হাফিজুর ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী সোহানুর রহমান

আরও পড়ুন

×