প্রকাশিত: 05/12/2019
ফুলবাড়ীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা
‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বৃহস্পতিবার পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইসমাইল হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু নসুর নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,
উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাফিজুর ইসলাম, সহকারি প্রোগ্রামার মাহামুদুল হাসানচৌধুরী, দৈনিক দেশ মা পত্রিকার নির্বাহী সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক চন্দ্রনাথ গুপ্ত, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ, ডা. রঈজ উদ্দিন, vডা. হাসান আলী মুনতাসির, ডা. অমল চন্দ্র প্রমুখ। এতে এসএসিএমও, ফার্মাসিষ্ট,এফডাবস্নুভি , এফপিআই ও এফডাবস্নুএসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।