ভারতে গণধর্ষনের ঘটনায় চার ধর্ষক পুলিশের গুলিতে নিহত!

প্রকাশিত: 06/12/2019

নিজস্ব প্রতিবেদক

ভারতে গণধর্ষনের ঘটনায় চার ধর্ষক পুলিশের গুলিতে নিহত!

ভারতে গণধর্ষনের পর এক নারীকে  হত্যার ঘটনায় চার ধর্ষক পুলিশের গুলিতে নিহত হয়েছে।  শুক্রবার  ভোরে দিকে পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে পুলিশ তা স্বীকার করেন।
অভিযুক্ত চার ধর্ষক মোহাম্মদ আরিফ, নবীন, শিব এবং চেন্নাকসভুলুকে শুক্রবার ভোরে তদন্তের উদ্দেশে  ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়, পরে তারা সেখান থেকে পালানোর চেষ্টা  করলে, পুলিশ তাদের গুলি করে এবং পুলিশের গুলিতে ঘটনাস্থলে চার ধর্ষক নিহত হয়। 

গত বুধবার ভারতের দক্ষিণান্ঞলীয় প্রদেশ তেলেঙ্গানার রাজধানী হায়দারাবাদে কর্মস্থল থেকে ফেরার পথে ওই তরুনী চিকিৎসককে ৪ চার ট্রাকচালক ও ক্লিনার কৌশলে ফাদেঁ ফেলে গণধর্ষন করে। পরদিন তরুনী চিকিৎসককে ২৫ কিলোমিটার দুরে হায়দাবাদ অদুরের শামশাবাদের তন্দুপল্লি টোল প্লাজার  কাছে আগুনে পুড়ে হত্যা করে । গত সপ্তাহে হায়দ্রাবাদের কাছে এক কালভাটের নিচে ওই তরুনী চিকিৎসকের  লাশ  পাওয়া যায়।

এই ঘটনায় সারা ভারত জুড়ে প্রতিবাদের ঝড় উঠে এবং চার ধর্ষককে জনতার হাতে তুলে দেওয়ার জন্যে আন্দোলন করে গোটা ভারতবাসী।

আরও পড়ুন

×