ভারতে ৫ বছর শরণার্থী হয়ে থাকলেই পাবেন সে দেশের নাগরিকত্ব

প্রকাশিত: 07/12/2019

নিজস্ব প্রতিবেদক

ভারতে ৫ বছর শরণার্থী হয়ে থাকলেই পাবেন সে দেশের নাগরিকত্ব

ভারতে কোন অমুসলিম কমপক্ষে ৫ বছর শরণার্থী হয়ে থাকলেই পাবেন সে দেশের নাগরিকত্ব। আগামী সোমবার লোকসভায়  এই সংশোধনী বিল উপস্থন করা হবে। পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা অমুসলিমরা এই সুবিধা পাবেন । তবে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর এর মধ্যে যারা ৫ বছর ধরে দেশটিতে বসবাস করছেন তারাই এই সুযোগ পাবেন।

১৯৫৫ সালের আইনে বলা হয়েছিল, নাগরিকত্ব পেতে হলে ১১ বছর থাকতে হবে। কিন্তু মোদি সরকার এই আইন সংশোধন করে ৬ বছর করেছিল, এবার আরো এক বছর কমিয়ে ৫ বছর করল।

এই আইনে কোনো শরণার্থী অমুসলিম প্রমাণ সহ হলফনামা দিলেই তাকে নাগরিকত্ব দেওয়া হবে। তবে বিজেপি থিন্ক ট্যান্ক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের ডিরেক্টর অর্নিবাণ  গঙ্গোপাধ্যায় বলেন, বিলটি আগে পাস হোক পরে সব স্পষ্ট হবে। উল্লেখ্য যে, এনআরসি নিয়ে ভারতে গত কয়েক মাস ধরে বেশ আলোচনা হচ্ছে তাই এমন বিল পাস করছে মোদি সরকার।    

আরও পড়ুন

×