প্রকাশিত: 07/12/2019
শ্যামনগর থানা মুন্সিগঞ্জের বাজারে সরকারি জমি দখল করে, দোকানপাট রাতারাতি তৈরি, মুন্সিগঞ্জের বাজারে চাল ব্যবাসায়ি নজরুল সরদার ঘরটি তৈরি করে, সরেজমিনে দেখা যায় ঘটনাটি সত্য,
প্রতক্ষ্যদর্শিরা জানান চাল ব্যাবসায়ি নজরুল সরদার এমন আরও কয়েকটি জায়গা দখলকরে অবাধে ঘর করছে, এলাকাবাসীরা জানান যে নজরুল সরদার ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়রসহসভাপতি,
সাধারণ মানুষ তারা নিশ্চুপ কারন তারা প্রভাবশালী। মুন্সিগন্ঞ্জ বাজারে এভাবে যদি ঘর নির্মান করে তাহলে বাজারে দৃশ্যনস্ট ও মানুষের ক্ষতি হচ্ছে।
মুন্সিগঞ্জের বাজারে যেখানে ঘর নির্মান হচ্ছে তার পাশে পট্টি দোকান আছে তারা ছাল্লা করে পোট্টি ব্যবসা করছে, তাদের অভিযোগ দোকান নির্মানে আমাদের ব্যবাসায়ের ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা বিষয়টার শুস্ঠ বিচার দাবি করছে