দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত

দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত

দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিভিন্ন কর্মসূচি নিয়ে ৯ ডিসেম্বর সোমবার আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকালে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

এই সাথে বিভিন্ন স্থানে দূর্নীতি বিরোধী ব্যানার স্থাপন ও মানব বন্ধন করা হয়। পরে উপজেলা হলরুমে ইউএনও মৌসুমি আফরিদা সভাপতিতে¦ এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলি ও সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, ওসি আব্দুল মান্নান ।

এছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট কমিটির সদস্য কর্মকর্তা শিক্ষক ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আরো বক্তব্য রাখেন কমিটির সম্পাদক প্রভাষক প্রশান্ত বসাক, সহ-সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সভাপতি অধ্যক্ষ আব্দুল কুদ্দুস, বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।

আরও পড়ুন

×