লক্ষ্মীপুরের কমলনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত ।

লক্ষ্মীপুরের কমলনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত ।

লক্ষ্মীপুরের কমলনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত ।   
                           

আজ সকালে কমলনগর উপজেলা পরিষদ চত্বর থেকে "আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ" এই শ্লোগানে   দুর্নীতি দমন কমিশন ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০১৯  উদযাপন উপলক্ষে একটি  বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক অতিক্রম করে ।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয় । উক্ত আলোচনা সভা কমলনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা জাহিদ হোসেন আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

প্রদান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর , উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নূর সেলিম , উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ আক্তারুজ্জামান , উপজেলা শিক্ষা কর্মকর্তা এটিএম আহসানুল হক চৌধুরী  সহ প্রমখ। উক্ত অনুষ্ঠানটি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা  শহিদুল ইসলাম সঞ্চালন করেন।

আরও পড়ুন

×