প্রকাশিত: 09/12/2019
গত কাল রোববার উগান্ডার পশ্চিমাঞ্চলের বুন্দিবোগয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও ভূমিধ্বসের ঘটনা ঘটে এই ঘটনায় ২ শিশু সহ মোট ১৬ জনের মৃত্যু হয়েছে । এবং অনেকে নিখোঁজ হয়েছেন ।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান , বৃষ্টির পানিতে বুন্দিবোগয়া অঞ্চলের রাস্তাঘাট তলিয়ে গেছে । যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে । ঘর বাড়ি তলিয়ে গেছে বিপাকে পড়েছে হাজারো মানুষ ।
এই ঘটনায় পুলিশ , সেনা সদস্য ও দাতব্য সংস্থাগুলো নিখোঁজদের উদ্ধারের অভিযান চালিয়ে যাচ্ছে । তারা জানান ভারী বৃষ্টির কারনে প্রত্যন্ত অঞ্চলে যাওয়া সম্ভব হয়নি । পাহাড় অঞ্চলে অনেক মৃতদেহ মাটি চাপা পড়ে গেছে ।
উল্লেখ্য . চলতি মাসে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও ভূমিধ্বসের ঘটনা ঘটে । এই ঘটনায় শত শত মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে ।