প্রকাশিত: 10/12/2019
মাইকেল দাশ,রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ- "আমার রাঙ্গুনিয়া" একটি অরাজনৈতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচী সম্পন্ন হয়েছে।গত রবিবার(৮ ডিসেম্বর)সকাল ১০টা থেকে রাঙ্গুনিয়া উপজেলার কেন্দ্রীয় মসজিদের আশপাশ পরিষ্কার ও ঈদগাহ ময়দানে রং করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মো.ইয়াছিন আরাফাত, মোস্তাফিজুর নাঈম চৌধুরী(ঋত্বিক),আদনান ফাহিম,মিনহাজ উদ্দীন শাহ,তানভীরুল ইসলাম,ফয়সাল আকিব,সাব্বির আহমেদ রিশাত,সৈয়দ আসিফ,সেজান শিকদার, রবিন বড়ুয়া, তৌহিদুল ইসলাম প্রমুখ।কর্মসূচী সফলভাবে সম্পন্ন করার জন্য সংগঠনের সিনিয়র সদস্য মো.ইয়াছিন আরাফাত, ঋত্বিক চৌধুরী, আদনান ফাহিম সবাইকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের সবাইকে একসাথে কাজ করতে এবং সংগঠনের প্রতি আরো আন্তরিক ভাবে কাজ করার আহ্বান জানান।