প্রকাশিত: 11/12/2019
রাঙ্গুনিয়ায় উপজেলা মানবাধিকার কমিশন ছাত্র পরিষদের ৪১জন বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন সম্পন্ন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্র পরিষদের ৪১জন বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন গত মঙ্গলবার(১০ ডিসেম্বর) সম্পন্ন হয়েছে।মো. ইসমাঈল হোসেন নয়ন (লালানগর) সভাপতি ও মো. মহিউদ্দিন শাহেদকে(বেতাগী) সাধারণ সম্পাদক করে ৪১জন বিশিষ্ট এই কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যক্ষ কে,এম,মুছা, সাধারণ সম্পাদক মাস্টার ইসকান্দর মিয়া তালুকদার, নির্বাহী সভাপতি এ্যাডভোকেট সেকান্দর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডাঃ এস,এম, আবুল ফজল, পৌরসভা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মোর্শেদুল আজিম চৌধুরী খোকন প্রমুখ।
ছাত্র পরিষদের অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি আসিফুর রহমান(পোমরা), সহ সভাপতি হাফেজ ইসকান্দর(স্বনির্ভর), ইকবাল হোসাইন( মরিয়মনগর), মো. জমির উদ্দিন(১নং রাজানগর), মাইকেল দাশ(পারুয়া), মো. হেলাল(লালানগর), তানবির আলম(সরফভাটা), নেজাম উদ্দিন(১৪নং রাজানগর), যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল(স্বনির্ভর), মো.আবু সুফিয়ান(বেতাগী), মিজানুর রহমান(ইসলামপুর), সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ ফাহিম(পৌরাসভা),
সহ সাংগঠনিক মো. জাহেদুল ইসলাম(লালানগর), মনজুরুল ইসলাম(পদুয়া), মো. মনসুর(পৌরসভা), অর্থ সম্পাদক রফিকুল ইসলাম(১৪নং রাজানগর), সহ অর্থ সম্পাদক কামরুল ইসলাম (পদুয়া), প্রচার সম্পাদক আজিম উদ্দিন(পোমরা), সহ প্রচার সম্পাদক মো.রায়হান(পৌরাসভা),আবদুর রহিম(হোসনাবাদ), সহ দপ্তর সম্পাদক ইকবাল হোসেন(পোমরা), ছাত্র কল্যাণ সম্পাদক আনছারুল হোসেন (পোমরা), সহ ছাত্র কল্যাণ সম্পাদক রাকিব হোসেন(চন্দ্রঘোনা),
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসিফুল হক হৃদয় (বেতাগী), সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসিফ ফরহাদ (চন্দ্রঘোনা), সাংস্কৃতিক সম্পাদক মুহিদুল ইসলাম(১৪নং রাজানগর), সহ সাংস্কৃতিক সম্পাদক আরফাত আলম(পোমরা), মহিলা বিষয়ক সম্পাদিকা নিশাত জাহান(পারুয়া), আইন বিষয়ক সম্পাদক আবদুর রহিম (স্বনির্ভর),
গ্রন্থনা সম্পাদক কাজী বেলায়াত হোসেন(লালানগর), সহ গ্রন্থনা সম্পাদক সাইমন মির্জা(বেতাগী), আন্তর্জাতিক সম্পাদক সুব্রত বড়ুয়া( চন্দ্রঘোনা), সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ আলী( হোসনাবাদ), ক্রীড়া সম্পাদক মো. ইসমাঈল সজীব(পোমরা), সহ ক্রীড়া সম্পাদক তোহা বিন আলম জুয়েল(হোসনাবাদ), নির্বাহী সদস্য মীর শাফায়াতুল হক(লালানগর),গিয়াস উদ্দিন জুয়েল(পৌরসভা), মো. রিফাত(লালানগর), মীর মো. সায়েম(লালানগর)।