নাগেশ্বরীতে সোনালিকা ডে’তে ফ্রি স্বাস্থ্যসেবা ও মতবিনময়সভা

প্রকাশিত: 22/09/2019

হাফিজুর রহমান হৃদয়

নাগেশ্বরীতে সোনালিকা ডে’তে ফ্রি স্বাস্থ্যসেবা ও মতবিনময়সভা

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সোনালিকা ডে উপলক্ষে ফ্রি স্বাস্থ্য সেবা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসিআই মর্টস এর সৌজন্যে সোনালিকা ডে-২০১৯ এর বার্ষিক ফ্রি সার্ভিস ও মতবিনিময়সভা সেসনে ফ্রি স্বাস্থ্য সেবা, ট্রাক্টর সার্ভিস, ট্রাক্টর ও পার্টসের ও বিশেষ ডিস্কাউন ছিলো। ২২ সেপ্টেম্বর রোববার নাগেশ্বরী পৌর এলাকার হ্যালিপ্যাড মাঠে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মশালায় ছিলো ট্রাক্টরের এক দিনে ফ্রি সার্ভিসিং নতুন ট্রাক্টর ও ফোটন বিক্রয়, মালিক ও ড্রাইভারের ফ্রি স্বাস্থ্যসেবা। এ সময় উপস্থিত ছিলেন এসিস্টেন্ট সেলস ম্যানেজার মো. আতিয়ার রহমান, ডিলার নিউ সেভেন ইলিভেন প্রো. মো. মশিয়ার রহমান, টেরিটরি ম্যানেজার মো. হামিদুর রহমান, টেরিটরি ম্যানেজার সার্ভিস নরেন্দ্র নাথ রায়, রিকোভারি এরিয়া হেড শামীম হোসেন, পার্টস ডিলার জাহাঙ্গীর আলম প্রমুখ। শেষে সারাদিনের ট্রাক্টর সার্ভিস, স্বাস্থ্য সেবা, ড্রাইভারদের গেম শো ও পুরস্কার বিতরন করা হয়।
 

আরও পড়ুন

×