প্রকাশিত: 11/12/2019
নীলফামারীর ডিমলায় স্থানীয় পর্যায়ে ইমাম, কাজী, পুরোহিত ও ঘটকদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে সংবেদনশীলশতা বৃদ্ধি বিষয়ক এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১-ডিসেম্বর) উপজেলা আরডিআরএস-এর প্রশিক্ষণ হলরুমে এন্ডিং চাইল্ড ম্যারিজ থ্রো অ্যাডলেসন্টস ইমপাউআরমেন্ট প্রকল্পের আরডিআরএস-বাংলাদেশের আয়োজনে ও ইউনিসেফ’র
সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এন্ডিং চাইল্ড ম্যারিজ থ্রো অ্যাডলেসন্টস ইমপাউআরমেন্ট প্রকল্পের ইউনিয়ন ফিল্ড ফ্যাসিলিটেটর ববিতা আক্তারের সঞ্চালনায় ও উপজেলার
পূর্বছাতনাই ইউনিয়নের কলোনী বাজার জামে মসজিদের খতিব মশিউর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উক্ত সংস্থার উপজেলা সমন্বয়কারী এস,এম আমির হোসাইন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তৌকির আহম্মেদ, বিশেষ অতিথি ছিলেন এন্ডিং চাইল্ড ম্যারিজ থ্রো অ্যাডলেসন্টস ইমপাউআরমেন্ট প্রকল্পের নীলফামারী জেলা সমন্বয়কারী গোলাম মেহেদী ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইমাম আব্দুল লথিব, কাজী একে এম ফজলু হক, সাংবাদিক জাহাঙ্গীর রেজা প্রমুখ। এসময় উপজেলার ৫ ইউনিয়নের ৩২ জন ইমাম, কাজী,
পুরোহিত, ঘটক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মশালায় বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সেই সাথে উপজেলার কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটলে বা
শুনলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো সহ বাল্যবিবাহ রোধ করার জন্য ব্যাপক সচেতনতামূলক পরামর্শ বিষয়ে অনুষ্ঠানে উন্মুক্তভাবে আলোচনা করা হয়।