প্রকাশিত: 11/12/2019
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় ১১ ডিসেম্বর ছিল ডিমলা হানাদারমুক্ত দিবস। দিবসটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এই দিনে পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে দামাল ছেলেরা বিজয় ছিনিয়ে আনে।
যুদ্ধকালীন সময়ে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালের এই দিনে হানাদারমুক্ত হয় ডিমলা। দিবসটি উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ের উদ্যোগে একটি শোভাযাত্রা
প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা স্মৃতি পাদদেশে সমাবেশে মিলিত হয়। শোভাযাত্রায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নুর-ই আলম সিদ্দিকী অংশগ্রহণ করেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার সামসুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, কুরবান আলী, আব্দুল হামিদ ভাষানী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার, উপজেলা সিবিপি নেতা মনিসিংহ রায়, রমেন কুমার রায় প্রমুখ।