রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে ছাই দুই বসত ঘরঃক্ষয়ক্ষতির পরিমাণ ৫লাখ টাকা 

প্রকাশিত: 12/12/2019

ডে-নাইট নিউজ

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে ছাই দুই বসত ঘরঃক্ষয়ক্ষতির পরিমাণ ৫লাখ টাকা 

মাইকেল দাশ,রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ-রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে গেছে দুটি বসতঘর ও ৭ টি খড়ের স্তূপ। গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) আনুমাণিক রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পারুয়া ইউনিয়নের সৈয়দনগর এলাকায় এই ঘটনা ঘটে। দুবৃর্ত্তদের দেয়া আগুনে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের। ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে দুটি পৃথক স্থানে ৭টি খড়ের স্তূপে আগুন দিয়ে পালিয়ে যায় তারা।স্থানীয় প্রত্যক্ষদর্শী রায়হান উদ্দিন রহিম বলেন, রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ আগুন লাগলে আমরা এলাকাবাসী দ্রুত এসে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আশেপাশে কোন পুকুর না থাকায় নলকূপের পানি দিয়ে আগুন নেভানোর চেষ্ঠা করে সবাই। অন্যদিকে সড়ক সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িও আসতে পারেনি। এতে ৩ ঘন্টা ধরে এলাকার ফজল করিম ও মো. ইউসুফের বসতঘর দুটি পুড়ে ছাই হয়ে যায়।আগুনে পুড়ে যাওয়া বাড়ির মালিক ফজল করিম জানান, দুটি ঘরের ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমাদের বসতঘর থেকে আরো আধা কিলোমিটার দূরে দুটি পৃথক স্থানে ৭টি খড়ের স্তূপে আগুন লেগেছে। কেউ শত্রুতা করে আগুন লাগিয়ে দিয়েছে। ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া ষ্টেশন কর্মকর্তা লিটন হাওলাদার বলেন, “ আগুন লাগার খবরে দ্রুত ঘটনাস্থলে আমাদের আগুন নির্বাপক গাড়ি দ্রুত ছুটে যায়।তবে রাস্তা সরু থাকায় গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছার আগে আগুন নিভে যায়। তবে খড়ের স্তূপগুলো আগুন আমরা নিয়ন্ত্রণে এনেছি। আগুন লাগার বিষয়টি অজ্ঞাত। তবে এই বিষয়ে তদন্ত করা হচ্ছে।”

আরও পড়ুন

×