প্রকাশিত: 12/12/2019
আজ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদ চত্বরে সলিডারিডাড নোয়াখালী জোনের "সফল প্রকল্পের" আয়োজনে খাদ্যনিরাপত্তা ও পুষ্টি মেলা 2019 অনুষ্ঠিত হয় । সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বর্ণিল আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহি অফিসার ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে। খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহম্মদ বাপ্পি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওমর ফারুকের সাগর, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার রক্সি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রকিবুল ইসলাম আরো বক্তব্য রাখেন উপকূল সরকারি ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ লোকমান হোসেন সহ প্রমুখ ।