প্রকাশিত: 12/12/2019
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী শনিবার বিকাল ৩টায় স্থানীয় ক্যাম্পের হাট প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সম্মেলন টি অনুষ্ঠিত হবে। সম্মেলনে দলীয় নেতা কর্মীদের ভোটের মাধ্যমে আগামী দিনের জন্য নেতা নির্বাচন করা হবে।
এই লক্ষে ভোটার তালিকাও তৈরি করা হয়েছে। বিষয় টি নিশ্চিত করেছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
সম্মেলনে সভাপতি পদে, আব্দুর রহিম হাওলাদা, মোহাম্মদ আলী, আবুল কাশেম, নাজিম উদ্দিন হাওলাদার ও শফিক উল্যাহ এবং সেক্রেটারি পদে তাজুল ইসলাম, আবু মাঝি, লোকমান হোসেন ও জামাল উদ্দিনগন সম্মেলনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন।