প্রকাশিত: 12/12/2019
যশোরের বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ সময় ২০ হাজার মার্কিন ডলার ও দুটি রেডমি মোবাইল ফোনসহ এক নারী পাসপোর্ট যাত্রীকে আটক করে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।
বৃহস্পতিবার (১২ই ডিসেম্বর) দুপুর ১ টার সময় লাইলী খতুন (২৮) নামে এক মহিলা পাসপোর্ট যাত্রীর কাজ থেকে আটক করা হয়। লাইলী খাতুন মাদারীপুর জেলার শিবচর গ্রামের রহমানের মেয়ে। যার পাসপোর্ট নং০২৭৫১৭০।
কাস্টমস রাজস্ব কর্মকর্তা জানান,ভারত থেকে বাংলাদেশে পাসপোর্ট এর আনুষ্ঠিকতা শেষ করে। কাস্টমস চেকিং সন্দেহ হলে তার ব্যাবহৃত ল্যাগেজ তল্লাশি করলে ২০ হাজার ডলার দুটি ভারতীয় রেডমি মোবাইল ফোন সেট পাওয়া যায়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ডলার ও মোবাইল ফোন কাস্টমসে জমা করা হবে।